স্বপ্ন গুলো বৃথা গেলো
ভুল গুলো সামনে এলো।
মাটির কাদায় মূর্তি হলো
ভাস্কর্য বলে চালিয়ে দিলো।
সারাজীবন গেল এমনি করে
পুতুল গড়ে পুতুল খেলে,
নেশায় ডুবে সব হারালে
স্বপ্ন গুলো ঝড়ে পড়ে।
ভাস্কর্য বিকিয়ে পয়সা কামিয়ে
অট্টালিকা গড়ে গাড়ি চাপিয়ে
চলছে দেখে লাটের মত,
শিল্পী তুমি কি পেয়েছ?
শখের বসে হারিয়ে গেলে
খোঁজে তোমায় বস্তির গলিতে
বেখায়ালে ধণীক তৈরি করতে পার।