একদিন সবাই আমাকে অপরাধী বানালো
আমি জানতাম আমি কোনো অপরাধ করিনি
কোনো পাপের কলংক আমার অস্তিত্বের মধ্যে নেই
আমি পাপী নই
ঈশ্বরের কসম খেয়ে বলছি
জন্মদাতার কসম খেয়ে বলছি
আমার নিজের বিবেকের কসম খেয়ে বলছি
আমি কোনো অপরাধ করিনি
আমি কোনো পাপ করিনি |
কিন্তু কে শুনে কার কথা
এখন তো নিরপরাধ মানুষের চেয়ে অপরাধীদের সংখ্যা বেশি
এখন তো পুন্যবান মানুষের চেয়ে পাপীদের সংখ্যা বেশি,
অপরাধীরা যা বলবে তাই হবে
ওরা দিনকে রাত আর রাতকে দিন চোখে পলকে বানিয়ে ফেলে
সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে ওদের জুড়ি নেই
খুব সাধু সাধু ভাব কিন্তু ভিতরে টিকটিকির মতো শয়তান
এখন আবেগ নিয়েও ওরা খেলে
অভিনয়, কি বলবো সেটাও তাদের আয়ত্তে চলে এসেছে
কখনো হাসে কখনো কাঁদে
স্বার্থের জন্য যখন যেটা দরকার
আবেগ দিয়ে মানুষ কিনে
কড়কড়ে টাকায় মানুষ কিনে
লোভ দেখিয়ে মানুষ কিনে
সকালে অপরাধীরা পরস্পরের শত্রূ হয়
পরস্পর পরস্পরকে আক্রান্ত করে
সব খেলা, সব মায়া
কি এক অদৃশ্য দর্শনে রাতের আঁধারেই তাদের
লোক দেখানো শত্রূতা মিত্রতায় পরিবর্তিত হয়
তারা আজ এক
আমি একা,
নির্বাসিত-কোথাও কেউ নেই
পুণ্যবান মানুষের সাথে কেউ থাকেনা
নিজের ছায়াটাও অনেক সময় বিশ্বাসঘাতক হয়
কিছুই করার নেই
বিলাপ ছাড়া
জন্ম আমার আজন্ম পাপের মতো
তাদের সাজানো বিচারের অপেক্ষায় আমি
যেমন অপেক্ষায় আমার মতো আরো অনেক পুণ্যবান মানুষ |
কি বলবো বলার নেই
কেউ তো আমার ডাকে আসবেনা
সবাই সুবিধাবাদী
সুসময়ে মধু খায় আর দুঃসময়ে গুজব রটায়
সব দেখে মনে হয়
এখন পাপ আর পাপী সব মিলে মিশে একাকার
তবুও শেষ নিঃশ্বাসটাও মৃত্যুর আগে চায় বেঁচে থাকার অধিকার |