এখনো খুলতে পারিনি ইতিহাসের খাতা
তবুও বেঁচে আছে ইতিহাস
বঙ্গবন্ধু, তাঁর মনের শব্দঘর, বাঙালির বঙ্গমাতা |
বন্ধনটা হয়েছিল এক কাব্যময় রোদেলা দুপুরের সন্ধিক্ষণে
ঘাতকের বুলেটে রক্তেরা কাঁদলো, এক কালরাতে
মরণেও হলে সাথী যেমন ছিলে বিন্দু বিন্দু আলোর মতো জীবনে |
আজও দেখি বঙ্গমাতা
দাঁড়িয়ে আছে অপেক্ষায়
যদি ইতিহাস জীবন্ত হয়ে বঙ্গবন্ধু হয়ে যায়
বাঙালির কিংবদন্তি বাংলার বসুন্ধরায় |
ভুলি নাই
ভুলবোনা
যতক্ষণ প্রাণে আছে প্রাণ
দামাল ছেলের হাসি, মেঠো পথ আর পাল তোলা নৌকায় মাঝিদের গান |