মানুষের দাম কত জানো?
মানুষের কোনো দাম নেই;
রক্তের দাম আছে
জরুরি তারবার্তার মতো দাম
কিন্তু দাম নেই মায়ের একবিন্দু রক্ত কণার
যেখানে মৃদু ভূকম্পনে উত্থান ঘটে নতুন সম্ভাবনার
সন্তান বড়ো হয়, বৌ আসে ঘরে
তখন সবকিছু হয়ে যায় যার যার, তার তার
কন্যাও হয়ে যায় পর, জামাইয়ের অধিকার
বেঁচে থাকে একবিন্দু কান্না আর হারানো ভালোবাসার অহংকার |
হৃদপিণ্ডের দাম আছে
ধুক ধুক করা দেহ ঘড়ির দাম নেই
দাম নেই মানুষের মনের
যেমন দাম থাকেনা ঘুরে আসা গভীর অরণ্যের
কিংবা যৌবনের সুন্দরীর বৃদ্ধ লাবণ্যের |
শরীর দু'পাশের কিডনির দাম জানো কত
অনেক বেশি ! কতটা?
এতো বেশি বাপ্ জন্মেও বুঝেনি চামড়া জড়ানো ক্ষুদার্থ বেশভূষার চাষাটা
কিন্তু মানুষের জীবনের কোনো দাম নেই
যে জীবন সাদা বাতাসার মতো
অনেক মানুষের আসা যাওয়ার খেলাঘরে হারাতে বসেছে খেই
তার আবার মূল্য কিসের ?
তারপরও দাম আছে নারীর যৌবনের
দাম নেই নারীর, তার মন, মান সন্মান আর তীব্র যন্ত্রণার বিষের |
চোখের দাম আছে
দাম নেই মানুষের ভাবনার
দাম নেই অন্তদৃষ্টির
দাম নেই মানবজমিনের কিংবা সৃষ্টির বৃষ্টির |
এখন তো হরহামেশাই বিনে পয়সায় মানুষ মিলে
মানুষ তো এখন নিজের ভিতরের দাম হারিয়ে ফেলেছে
যেমন জুয়াড়ির মতো জীবন নিয়ে
ক্রীতদাস হয়ে সারাজীবন নোংরা নর্দমায় জুয়া খেলেছে
আজ সে পাপের অবধারিত ফল পেয়েছে |
মরা হাতির নাকি অনেক দাম
মরা বাঘের চামড়ার দামও অনেক
আর এখন
বেঁচে থাকা মানুষ আর মরা মানুষের কোনোই দাম নেই
কারণ মানুষ তো আর মানুষ নেই
এটা এখন হয়তো তাদের মনেও হয়না
যেমন সোনার বদলে মানুষ ধরেছে ইমিটিশনের গয়না |
হায়রে মানুষ
শরীরটা আছে, মন নেই, জীবন নেই, আবেগ নেই
আছে একটা অন্তসারশূন্য খোলা কংকাল
এখন সবাই বলে মানুষ হয়ে গেছে বোবা গোয়াল ঘরের মতো
অভিশপ্ত জঞ্জাল |
তারপর কিছুই বলার নেই
সময় কথা বলবে
হয়তো এমন করেই ঘড়ির কাটায় আটকে থেকে
টিকটিকির মতো মানুষের জীবন চলবে |