ঐ অবুঝ বালক বুঝে গেছে
আর বেড়ায় না নেচে নেচে
কয় না শোলক রঙ্গ রসে
ভোদাই হয়ে এখন বসে
নিজের গালে মারছে কষে
           লজ্জাতে চড় থাপ্পড়,
কিরূপ ছিলো ভোটের চিত্র
           দিচ্ছে না তার উত্তর।
বলছিলো তো খুব গর্ব করে
৭০%ভোট নাকি তাদের ঘরে
সেটা প্রমাণ হয়ে গেল সেদিন
তাই তো বাছার মুখটা মনিল।
তবু ভোটের পরে সেই বালকের
             মুখে জয়ের হাসি--
কিন্তু সেই হাসিতে ওঠুছে ফুটে
      .      দুশ্চিন্তা পাপ রাশি।
তাই বোকারামও হেসে কয়
জেতার পরও খোকার ভয়
যদি নির্বাচনটা আবার হয়
জানি খোকার হবে পরাজয়
তখন দেশ বিদেশে উপহাসে
        লজ্জায় হবে মাথা হেঁট,
সেই ভাবনায় ধুঁকছে খোকা
          বলছে মানুষ............
                       জগৎ শেঠ।"
ভোটের মাঠে নাইযে মানুষ
নানান কথার উড়ছে ফানুস
ভোট তো পেলো মাত্র ছয়
কেমনে হল খোকার জয় ?
নকুল কুমার বিশ্বাসে কয়
         আমিও ছিলাম প্রার্থী,
আমার ভোটতো হয়নি চুরি
        . হয়েছে তা ডাকাতি।
অনেক জনে অনেক কথা
বলছে আজও যথা তথা
নাচছে কেহ ধিন তা না ধিন
চলবে এসব আর কিছু দিন
তার পরে সব হই হুল্লোড়
চাঁপাবাজদের চাঁপার জোর
ধীরে ধীরে
ক'দিন পরে
          থেমে যাবে আপনে,
খোদা,দেশটা যেন ভালো থাকে
                 এগিয়ে চলে সামনে।