রোজ সকালে বাসায় এসে
কাজের বেটি পারু
পাঁচ মিনিটে শেষ করে দেয়
ধোয়া,মোছা,ঝাড়ু।
ঝড়ের বেগে আসে পারু
ঝড়ের বেগে যায়
মাস গেলে সে প্রতি বাসায়
হাজার টাকা পায়।
এক ঘন্টাতেই করে পারু
দশটি বাসায় কাম
কাম যেন নয় হাজিরা শুধু
তাতেই ঝরে ঘাম।
খাটের তলায় ধূলায় স্তুপ    
উপরে উপরে ঝাড়ু,
নামকা ওয়াস্তে কাম করে
কাজের বেটি পারু।
কোন কাজই হয়না ভালো
শুধুই জোড়া তালি,
মোছার পরও সারা বাসায়
পাই যে ধুলো বালি।
মাজতে গেলে বাসন কোসন
কাঁচের থালা বাটি
দেখি প্রায়শই পিছলে পড়ে
তামাম করে মাটি।
কাজের বুয়ার বড়ই অভাব
কি আর করি ভাই ?
ঐ পারু ছাড়া এই এলাকায়
আর যে বুয়া নাই !
সে কাজের বুয়া এমনভাবে
সেজে গুঁজে থাকে
দেখলে তোমরা কে বলবে
কাজের বুয়া তাকে ?
দুই ঈদেতে দুই খানা তার
লাগবে দেয়া শাড়ি
লাগবে আরও লম্বা ছুটি
যেদিন যাবে বাড়ি।