এই বাংলার পথে পথে
একতার নিয়ে হাতে
বাউল সেজে মাঠে ঘাটে
গান গেয়ে আজো হাটে
জিয়াউর রহমান খুঁজি তোমায়,
তুমি আবার এস ফিরে আমাদের গাঁয়
তোমার গড়া প্রিয় এই বাংলায়।
খাল কেটে জল সেঁচে গ্রামগুলো
আবার নতুন করে সাজিয়ে তোলো
যেখানেই যাই
গ্রামের সবাই
হাত ছানিয়ে যেন ডাকছে তোমায়।
তুমি আবার এস ফিরে আমাদের গাঁয়
সবুজ-শ্যামলে ছাওয়া এই বাংলায়।
তুমি স্বাধীনতার যেন এক রক্ত রবি
তাই কোনদিন মোছবে না তোমার ছবি
অম্লান স্মৃতি হয়ে
আছ এই হৃদয়ে
তোমাকে হারিয়ে তাই কাঁদি নিরালায়।
তুমি আবার এস ফিরে আমাদের গাঁয়
তোমার গড়া প্রিয় এই বাংলায়।
জানি আর আসবে না শত ডাকে
তবু পারি নাযে বুঝাতে মনটাকে
এখনো পথের বাঁকে
বেভুলে বসে থেকে
দিন যায় রাত আসে তোমারি আশায়।
তুমি আবার এস ফিরে আমাদের গাঁয়
তোমার গড়া প্রিয় এই বাংলায়।