আমার যেদিন হইবে রে শেষ বিয়া
যাইতে হবে বাসর ঘরে কাঁন্দিয়া কাঁন্দিয়ারে
আমার যেদিন হইবে রে শেষ বিয়া।।
বাসর ঘরে যাইব একা
থাকবে না কেউ সখী সখা
পাবে না মন করোই দেখা
সেথায় তুমি গিয়া রে
আমার যেদিন হইবে রে শেষ বিয়া।।
দখিন পাড়ার বড় মিয়া
আসবে বাঁশের পাল্কী নিয়া
আতর গোলাপ গায়ে দিয়া
দিবে পাল্কীতে উঠাইয়া রে
আমার যেদিন হইবে রে শেষ বিয়া।।
কাঁদবে কত আপন জনা
তবু বিদায় দিবে মনা
ওরে কবর হবে বাসরখানা
দেখছি খবর নিয়া রে
আমার যেদিন হইবে রে শেষ বিয়া।।