বর্ষা শেষে শুভ্ররজত
                  এলো শরৎকাল,
ফুলে ফুলে ফুলবাগিচায়
          ছেয়ে গেছে ডাল।
রজনীতে চাঁদের হাসি
             বকুল ফুলে ঘ্রাণ,
শিশির ঝরে শারদপ্রাতে
             পাখিরা গায় গান।
মেঘের কোলে তারার বাতি
             সূয্যি সোনার দুলে,
ফিঙে পাখি, নীল ভোমরা
           চুম দিয়ে যায় ফুলে।
শস্য-শ্যামল বসুমতী
         সবুজ ধানের ক্ষেতে
আমার এ মন ঢেউ খেলিয়ে
          উঠছে আজি মেতে।
শাপলা বিলে ফুল ফুটেছে
           বৃষ্টি গেছে টুটে,
সোনার বরণ মিষ্টি রোদে
         সোনার রবি ওঠে।


বাংলাদেশ শিশু একাডেমী (কচি হাতের কলম থেকে) কর্তৃক আমার প্রথম প্রকাশিত হয়েছিল এই লেখাটি।প্রকাশকাল ১৫-১০-৭৯ইং