ওরে লাবিব, শোন বাছাধন, এমন ছেলে হবে–
যেন তোমায় দেখে এমন ছেলে চায় বাবা-মা সবে।
তাই ভাল করে লেখা পড়ায় দিতে হবে মন
লেখাপড়া না জানলে ভাল  জ্ঞান হয় না উপার্জন।
আর এ জন্যই কঠোর শ্রম করতে হবে ওরে,
অলস হলে এই সমাজের থাকবে পিছে পড়ে।
গাউছ কুতুব পীর আউলিয়া যাদের কথাই ধর
বিনা শ্রমে এই দুনিয়ায় হয় নি কেহ-ই বড়।
ওরে মূর্খ যারা বোঝা তারা সব সমাজের তরে
বৃথাই বোঝা হয়ে অন্ধকারে থাকবে কেন ঘরে !
‘মানুষ আমায় হতেই হবে’–এই কর আজ পণ,
চেষ্টা করলে তুমিও হবে ঐ গুণীদের একজন।
সদা কর্মে বড় হতে হবে, কখনো মুখে বড় নয়
যেন তোমায় নিয়ে দেশের দশের গর্ব সবার হয়।