হাড় কাঁপে আর কাঁপে
                     নাড়ি ভুঁড়ি-পিত্ত,
এই শীতে কোলে নিতে
                  কেঁদে ওঠে ‘চিত্ত‘।
চার দিন ধরে নেই
      সূর্যের দেখা যে,
গাছ-পালা, পথ-ঘাট
কুয়াশায় ঢাকা যে।
শির শির হাওয়া বয়
                 কনকনে ঠান্ডা,
এতটুকু রোদ খোঁজে
               অসহায় পান্ডা।
হাত পা শীতে ভিজে
              নেই কোন বোধ যে,
সকলেই পেতে চাই
                এতটুকু রোদ যে।