আহা! মরি মরি, কিযে করি
               শীত এসেছে ভাই,
বস্ত্রহীন ঐ মানুষগুলোর
                দুখের সীমা নাই।
সারা দিন যে কাগজ কুড়ায়
              টোকাই বল যাকে,
এমন শীতে উদোম গায়ে
           ফুটপাতে সে  থাকে।
পাখির মত রাত কাটে তার
             নেইকো কোন ঠাঁই,
বস্ত্রহীন ঐ মানুষগুলোর
             দুখের সীমা নাই।
ঘুমায় সাগর-পাহাড়-নদী
            শীতের কাঁথা গায়,
ঐ সূর্যটা-ও হারিয়ে যায়
                ভোরের কুয়াশায়।
ইচ্ছে করে শীতের চোটে
             অন্য কোথাও যাই,
আহা! মরি মরি কিযে করি
            শীত এসেছে ভাই।
যে ছেলেটা বস্তা হাতে
             ঘোরে পথের বাঁকে
শীতে প্রাণ যায় বুঝি তার
             খবর কি কেউ রাখে ?
উঃ!  কেঁপে কেঁপে দারুণ শীতে
                 কাঁদছে যে টোকাই,
বস্ত্রহীন ঐ মানুষগুলোর
                 দুখের সীমা নাই।