শীত এলে
বহে শুধু হিমেল বাতাস,
কুয়াশায় ঢেকে যায়
ভোরের আকাশ।
শীত এলে
দেখি কেউ খড়-কুটা জ্বালে,
রাত জাগা পাখি কাঁদে
শিমুলের ডালে।
শীত এলে
গা কাঁপে থরথর করে,
শীতের প্রভাবে কত লোক
ফুটপাতে মরে।
শীত এলে
কেউ শুয়ে থাকেন বাসায়,
পথে-ঘাটে কেউ থাকি
রোদের আশায়।
শীত এলে
সূর্যটা ঘুমে বুঝি পড়ে,
খুব ভোরে ওঠে না সে
ঝলমল করে।
শীত এলে
ধুম পড়ে পিঠা-পায়েশের
গুড় খেতে ভাবি মজা
খেজুর রসের।
শীত এলে
আমি হই অলস বেজায়,
ঘুম থেকে ওঠি রোজ
বেলা দশটায়।
শীত এলে
ধরে কাঁশি,সর্দ্দি ও বাত,
হাত-মুখ না ধুয়েই
খেয়ে নেই ভাত।


৯-১-১৯৯০