মিষ্টি মেয়ে স্নিগ্ধা নাম
হাসে মায়ের কোলে,
সেই হাসিতে খুশির দোলায়
আমার পরাণ দোলে।
ডাগর কাজল চোখের মায়া
জড়িয়ে থাকে স্নেহ-মায়া,
এমন মধুর মুখের হাসি
কেউ কি কভু ভোলে ?
অজানা এক খুশির ঢেউয়ে
মায়ের পরাণ দোলে।
কখনোবা সেই লক্ষ্মী মেয়ে
একলা ঘুমায় খাটে,
কখনো আবার ঘরের মেঝে
এক পা দু’ পা হাঁটে।
আছাড় পড়ে থালা-বাটি
ভেঙ্গে চূরে করে মাটি
তবু যেন আনন্দ গান
হৃদয়ে সুর তোলে,
প্রাণ জুড়ে যায় স্নিগ্ধার ঐ
মিষ্টি মধুর বোলো।