শুনেছি শুয়োরে চেনে কচু ঘেঁচু
                       আর কুত্তায় চেনে গু-
ফের সেই কথাটিই  বলেছিল
                  আমাদের মঞ্জিলা বু্'।
ঐ কুত্তাটা কার দেয়া গু খেয়ে
                           হয় ভীষণ খুশি !
কুত্তাটার নাকে মুখে গু দেখেই
                         টের পায় টুসি।
তবুও কিছু যেন খায়নি ও
                        সাধু সাজে খুব,
বেটা আসলে যে বক ধার্মিক
                         থাকে সদা চুপ।
এই কুকুররূপী কিছু মানুষ
                     সমাজে করে বসবাস,
মননে তার থাকে সদাই
                    গুখোরি বদ অভ্যাস।
জানি, কিসে ভাল কিসে খুশি
                   কি চায় কুত্তার মন-
তাই সিরাজ আর সিরাজ নাই
                        গুখোর কুত্তা এখন।