এই সরকারের অনেক ভাল দিক, ভাল মন
তন্মধ্যে ছবিসহ ১টি ভোটার তালিকা প্রণয়ন



জাতীয় পরিচয়পত্রের বহুবিধ ব্যবহার
প্রচলন করেন শেখ হাসিনার সরকার

সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ১টি পূর্বশর্ত
নির্ভুল ভোটার তালিকা থাকতে হবে প্রথমতঃ


ভোটার  হোন, ভোট দিন
দেশ গড়ায় অংশ নিন।


ভোটার হওয়া আপনার নাগরিক অধিকার
যেকোন সময়েই দেশে হওয়া যায় ভোটার।
কিন্তু যদি নির্বাচনের তফসিল  ঘোষণা হয়
তবে অপেক্ষা করুন নির্বাচনকালীন সময়।


সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন
ঘটায় দেশে গণতন্ত্রের উন্নয়ন।


আপনার NID কার্ড রাখবেন যতনে
দরকার হতে পারে যেকোন প্রয়োজনে



ভোট কোন খেলনা বস্তু নয়
তাই যাকে খুশি তাকে নয়
আমার ভোট আমিই দেব
বুঝে সুঝে তবেই দেব।


ভোট আপনার মূল্যবান
যোগ্য লোককে করুন দান



অসৎ লোককে দিলে ভোট
বাড়বে দেশে দুর্নীতি, সংকট


সর্বক্ষেত্রে NID কার্ড ব্যবহারে
অপরাধ প্রবণতা রোধ করি,
আসুন আমরা সবাই মিলে
একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ি।


এই সরকারের মূলতন্ত্র-
ভোটের মাধ্যমেই বিকশিত হবে
          সত্যিকারের গণতন্ত্র।