কিছু কথা নিরবতা,কিছু কথা শব্দ
কিছু কথা শুরু হলে হই স্তব্ধ ।


কিছু কথা বারুদীয়,কিছু কথা অগ্নি
কিছু কথায় জেগে ওঠে অবলা ভগ্নী।


কিছু কথা রাজপথে,কিছু কথা মিছিলে
কিছু কথা মুখরিত শ্লোগানে ও দেয়ালে।


কিছু কথায় ভেসে ওঠে রাকিব- রাজন
কিছু কথায় নির্বাক কবি ও স্বজন।


কিছু কথা কোলাহল,কিছু কথা কান্না
কিছু কথার আহাজারি কিছুতেই থামেনা ।


কিছু কথা সান্ত্বনা ,কিছু কথা আশ্বাস
কিছু কথা সব সময় ভাঙ্গে বিশ্বাস ।


কিছু কথা বিচারিক,বিচার তো হয়না
বিচারের নামে প্রহসন তবুও থামেনা ।


তারপরও ভুলে যাই বেমালুম ত্বকী‘দের
জয় হয় বারবার খুনিদের জকিদের।।