তোমরা চলে যাবার জন্য এসেছো
তোমরা তো যাবেই,
তোমাদের হাতে সীমাহীন ব্যস্ততা;
আর আমরা এখানে-
অলস সময় কাটাই।


তোমাদের কথাই কবিতা,কান্নাই সুর
আর গানগুলো হলো-
তোমাদের চিরকালের উচ্ছলতা।


আমাদের বাক্য অসংযত,কর্ম উচ্ছৃঙ্খল
আমরা যা বলি তাই অর্থহীন।
তোমরা বর্ণিল আভরণে সুসজ্জিত-
মিথ্যাও তোমাদের অলঙ্কার।


আমাদের শুষ্ক ত্বক,রুক্ষ স্বর,শীর্ণ দেহ
কুৎসিত এবং কদাকার।


তোমাদের হাত চাঁদের দিকে প্রসারিত
আমরা জোছনায় করি স্নান।
তোমাদের পথ উর্ধ্বগামী-
আমরা ছিন্নমূল-উদ্বাস্তু মানুষের সাথে
করি স্বপ্নের বিনিময়।


তোমরা চলে যাবার জন্য এসেছো
তোমরা তো যাবেই-


তোমরা ভেঙ্গে গড়ো,
আমরা সৃষ্টির নেশায় বিভোর ।
আমাদের স্বপ্ন বালির বাঁধ
তোমরা স্বপ্ন নিয়ে খেলো।