কিছু শব্দ আচমকাসুন্দরীর বেশে এসে
মগ্নতা খুলে ধ্যানে-ঢেউয়ে শেষে মেশে !


করণ- কারকের আস্তাকুড়ে ছুড়ে-
ফেলে দিয়েছি, বিভক্তির দ্বারা-দিয়া-কে-রে- এরে !


কিছু শব্দ মানে না দাঁড়ি অথবা কমা'র বাঁধা
ছেদকাতরতা খুলে আসা এমনি এক রাঁধা !


সন্ধি'র ফন্দি ফিকিরে অগ্নুৎপাত  
আগুন সত্যি করেছে কী উৎপাত !


ব্যাকরণ তুমি দ্বিধা হও আমি ডুবি
শব্দতো শালা নিজেই মহা কবি !