এই যে লাল। এই যে আড়াল। সবুজকে পিছনে ফেলে তুমি, তোমাদের সময় নীলের দিকেই যাত্রা বেছে নিয়েছো - নীল, গূঢ়রূপ বেদনার অলৌকিক নাম !
বর্ষণ শেষে বিমোহ ময়ূরী যেমন লুকোয় তার নাচ;
তুমিও লালএ লুকিয়েছো সময়, বয়সের বলিরেখা, যাবতীয় অহংভাজ।