জোনাকির আলো গড়িয়ে নাও
ল্যাম্প পোস্টের নীচে-
বিদ্যাসাগর কবে মরে-
ভূত হয়ে গেছে।
জোনাকির আলোয়-
বাবুইরূপী বিদ্যাসাগর
জন্মনিক ঘরে ঘরে।
বাবুগো কেরোসিনের দাম
অনেক-
পাওয়ার ফেলিওর,
চাঁদের আলো খেটে খাওয়া
তোমার আমার জন্যে নয়।
যদি কিছু করেই দেখাতে হয়
জোনাকির আলো গড়িয়ে নাও
একবিংশ শতাব্দীর মানুষ ,
নিরক্ষরমুক্ত হোক সমাজ;
আর ঐ না পোড়ানো আলোর
ছিটকে আসা আভায় -
একবি৲শ শতকের নবজাতকের
মুখ দেখুক তার মা।


                     -অশেষ দে