ছেলেটি অতীতের ন্যায় আর নেই।
অনেক পরিবর্তিত রূপে,
তবে বাঁশি হাতে নেই।
যে সুরে নিজেকে রাখিত আপন মনে,
সে সুর তিক্ত নিম রসে;
স্নিগ্ধ স্নানে পাঠিয়েছে বনে।


কিন্তু প্রকৃতি অভিমানে-
পত্র শূন্যে দাঁড়িয়ে ঠায়!
প্রকৃতির এ অপমানেও
ছেলেটি তবু পত্র পূর্ণের আশায় ।
প্রকৃতি তার পূর্ণ সৌন্দর্যে পলাশ শিমুল ফুলে,
পৃথিবীকে রাঙ্গিয়ে ফুলেল ঝঁড় তুলুক;
অতীত স্মৃতির জড়তা ভুলে ।
সজ্জিত সবুজে দুলে দুলে
ছড়িয়ে দিক মেয়েটি তার সমস্ত রাগ।
ছেলেটি মনে প্রাণে চায় অভিমান টা
মেয়েটির ধুয়ে মুছে যাক।


ছেলেটি সত্যিই আর আগের ন্যায় নেই।
হৃদয় স্নায়ু রক্ত ক্ষরণে
এখন মৃত্যুর দুয়ারেই।
ছেলেটার বড্ড একটি দোষ,
কষ্ট ভাগ করে না কারো সাথে।
গভীর সমুদ্রের তলায় যেমন
নিথর ঢেউ কোলাহন বিহীন নিস্তব্ধ।
শুধু শান্তির খোঁজে নীড়;
পরম মমতায় বিছানো বালু কায় সমুদ্র তীর।
খুঁজে ফেরে হিমালয়
যদি শীতল হয় তরুর ডালপালা।


ছেলেটি পরিপূর্ণ বদলে গিয়েছে।
আর একটু একটু করে গুনছে দিন।
যদি মেয়েটি আবার ফিরে আসে!
জানি আশায় গুড়ে বালি ব্লাড ক্যান্সার।
বুঝে গিয়েছি - নিটোল প্রেমের রসিক
গল্পটি বোধহয় শেষের পথে!