আমি নিজেকে ভেঙে ফেলে,
নতুন করে গড়েছি তোমার জন্য।
শুধু ভালোবাসাকে বুঝতে চাই বলে।


হয়েছি ভেজা বিড়ালের ন্যায় পোষ মানা।
তুমি যা বলছো -নীরবে বিড়ম্বনা এড়াতে,
হারিয়ে ফেলেছি মোর বোধ শক্তি।
শুধু ভালোবাসাকে বুঝতে চাই বলে।


আমি শাসনের অভ্যস্ত বেড়াজালে,
নিজেকে করেছি বন্দী ।
আলোকে আলোকচিত্র ফ্রেমে,
প্রচণ্ড তাপদাহে ঘেমে।
চাঁদের ন্যায় স্নিগ্ধ শীতল পরিকল্পনার গণ্ডিতে,
স্তরে স্তরে ফাইল সাজিয়েছি তোমার জন্য।
শুধু ভালোবাসাকে বুঝতে চাই বলে।


আমি দড়ি রেখেছি তৈরি, শিখেছি ও সাঁতার।
অনলের অন্তিমে শিখে ফেলেছি দাঁড়ানো।
পাহাড় সমুদ্র অগ্নিকে দিয়েছি বন্ধুর রূপ।
ধুলোবালিকেও করে নিয়েছি সঙ্গী;
যদি পথিক হতে হয় তোমার জন্য।
শুধু ভালোবাসাকে বুঝতে চাই বলে।


যে হাত মোর কলম আর ফুলও ন্যায়
ভারী বস্তু তোলে নি,
সে হাত আজ শিখেছে ভারত্তোলন।
আজকের এ অবস্থান আমার তোমার জন্যই।
শুধু ভালোবাসাকে বুঝতে চাই বলে।