মায়ের কাছে দেখা
তার বিয়ের সেসব গয়না
আমাদের নিয়ে ব্যস্ত তিনি আজ
সেগুলো পরতে দেখা যায় না।
সেগুলো তবুও স্মৃতি যেনো তার
যত্ন করে রাখেন
কখনও কখনও সেগুলো দেখে
আবেগে ভেঙ্গে পরেন।
সেগুলো দেখলে বিয়ের স্মৃতি
কেবল স্মরণ করেন
আবেগের চোখে আমার সাথে
তার বিয়ের গল্প বলেন।
স্বপ্ন কেবল দেখেই যান
আমার ঘরনী আনার
নিজ হাতে সেই গয়নাটুকু
তার হাতে তুলে দেবার।
একবার আমি অসুস্থ হলাম
পরিবারে ছিলো অভাব
মা তখন হলো বিচলিত অনেক
যাহা তার চির স্বভাব।
সপ্তাহ বাদে সুস্থ হলাম
চিকিৎসাও হলো আমার
পাশে থেকে মা ভার নিয়েছে
আমার সেবা করার।
পরে জানলাম টাকার জন্য
মা বেঁচেছেন দুল
মায়ের কানের দুলগুলো যেনো
ছিলো সত্যিকারের ফুল।
সেদিনই মনে পন করেছি
রুজি যেদিন করবো
মাকে আমি আবার ঠিকই
কানের দুল কিনে দেবো।
মাকে আমি আজ দুল দিতে চাই
মা চায় না নিতে
আজও তিনি স্বপ্ন দেখেন
আমার ঘরনী দেখতে।
ঘরনীকে দিলে হয়ে যাবে তার
নিজের জন্য চান না
বহু যত্নে আজও রেখেছেন
তার বাকীসব বিয়ের গয়না।
বহু ধুমধামে বউ আসবে আমার
মা পরাবেন গয়না
মায়ের চোখের সে স্বপ্নটা
শেষ হয়ে আজো যায় না।