প্রথম শ্রেনীর জীবন মানে
সব কিছুই নতুন
যা সত্যিই জীবনে আসা
এক অন্য রকম ফাগুন।
ঘরের বাহিরের জীবন
এখান থেকেই শুরু
সে সময়ের শিক্ষকেরা হলেন
জীবনের প্রথম শিক্ষাগুরু।
সেই পথ ধরে কেবল
চলতে থাকে জীবন
কেবল শিক্ষা আর শিক্ষা
যতক্ষন হয় না মরন।
প্রথম শ্রেনীর বিদ্যালয় ভবনটি
সত্যিই যেনো এক রাজপ্রাসাদ
যা পরের জীবনে অনেক দেখেও
মেটে না কখনো স্বাদ।
প্রথম শ্রেনীর সব স্মৃতি
পরে আর থাকে না মনে
যেটুকুই থাকে তাহা মধুর হয়ে
মনে পরে জীবনের প্রতিটি ক্ষনে।
তেমনিভাবে সকল বন্ধুরাও
স্মৃতিতে থাকে না
আর যারা থেকে যায়
তাদেরকে কখনো ভোলা যায় না।