রঙ্গিন রঙ্গের জীবনখানি
অথৈ পথে চলছে
অনেক কালের অনেক কিছু
নানান ছবি আকছে।
পথের মাঝে কখনওবা
কেউ হয়ে যায় সাথী
কেউবা আবার যায় হারিয়ে
ক্ষানিক সময় মাতি।
দুরে কোথাও বসে আবার
কেউবা স্মরন করে
কেউবা আবার তোমায় নিয়ে
মধুর স্বপ্ন গড়ে ।
কেউ ছিলো বা খেলার সাথি
হয়তো তোমার প্রিয়
সেই সাথিরা এখন কোথায়
একটু ভেবে নিও ।
এই জগতের বাধা ধরায়
তুমি এখন একা
কাউকে হয়তো চেনো তুমি
নেই অনেকের দেখা।
অথৈ লোকের স্রোত চলছে
সাগর সমান ঢেউ
স্রোতের তালেই ব্যস্ত সবাই
পায় না সময় কেউ ।
উদাস মনে অবসরে
হয়তো কভু ভাবে
তুমি তাদের স্মৃতির পাতায়
অমর হয়ে রবে।
তোমায় নিয়ে আকছে ছবি
গাইছে কেউবা গান
হয়তো তারা তোমার তরে
বিলিয়ে দিয়েছে প্রান।
সবাই তোমায় বাসবে ভালো
একটু যদি ডাকো
এই জগতে একাএকি
কেমন করে যে থাকো ?