জীবনের প্রথম যেদিন বিদ্যালয়ে
পড়াশোনা করতে গিয়েছিলাম
বাবার হাত ধরে সেদিন
বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলাম।
বিদ্যালয় কি জিনিস
সেটাইতো তখন বুঝি নি
আর অতগুলো সমবয়সী একসাথে
এর আগে কখনো দেখি নি।
আমার পরনে ছিলো সেদিন
বিড়ালের ছবিওয়ালা হাফ পায়জামা
চামড়ার একজোরা জুতা আর
হলুদ হাফ হাতা জামা।
বাবা যখন আমাকে রেখে
ফিরে যাচ্ছিলেন বাসায়
আমি তখন ভয়ের চোটে
ভেঙ্গে পরেছিলাম কান্নায়।
ক্ষানিক পরে থেমে গিয়েছিলাম
শুরু হলো আমার শিক্ষা
শ্রেনীর শিক্ষক আদর করে
দিতে থাকলেন দীক্ষা।
তিনি হয়ে গেলেন আমার জীবনের
প্রথম পাওয়া শিক্ষাগুরু
আর ঘরের বাহিরের জীবনটা
আমার সেদিন থেকেই শুরু।
সেই পথ ধরে আজো যেনো
চলে যাচ্ছে জীবন
কেবল শিক্ষা আর শিক্ষা
যতক্ষন হবে না মরন।
সেদিনের সেই বিদ্যালয় ভবনটি
সত্যিই যেনো এক রাজপ্রাসাদ
যা আজ অনেক দেখেও
মেটে না চোখের স্বাদ।
'অ' তে হয় অলসতা
'আ' তে হয় আম
'ক' দিয়ে হয় কলা আর
'খ' দিয়ে হয় খাম।
পরাশোনাটা ঠিক এমন ছিলো
অনেক বেশি মজার
সেদিনটি ছিলো অনেক স্মৃতিঘন
আজো মনে পরে আমার।