প্রাথমিক বিদ্যালয়ের বন্ধুদের সাথে
কখনও একবার দেখা পেলে
ক্ষনিকের জন্য আমি যেনো
ঠিক সেদিনগুলোতেই যাই চলে।
কখনও কখনও হয় মিলনমেলা
সেসব প্রিয় বন্ধুদের ডাকে
এতো ব্যস্ত এই জীবনের মাঝেও
তাদের জন্য সময়টা ঠিকই থাকে।
আমরা যখন একসাথে সবাই
প্রাথমিক বিদ্যালয়ে পরতাম
তখন একে অপরের সাথে আমরা
খুব খোলা মনে কথা বলতাম।
আমাদের সেই খোলা মনটা
আজও যেন সবার মাঝে আছে
জীবন খালি করেছে তাড়া
তাই সবাই তার আপন পথে ছুটছে।
তাই বলে তারা স্বার্থপর নয়
এখনও তারা আমারই সাথি
এতো ব্যস্ততার মাঝেও আমরা
ঠিকই একে অপরের সাথে মাতি।
অনেক আনন্দ হয় আমাদের মাঝে
ঠিক সেই দিনগুলোর মতো
তখন মনে হয় সেই দিনগুলো যদি
জীবনে আবারও ফিরে আসতো।
সত্যিই আসলে জীবনের মাঝে
আনন্দ অনেক বেড়ে যেতো
ঠিক যেমনটিভাবে আমাদের মাঝে
সেই দিনগুলোতে আনন্দ হতো।
আর তার কিছুটা লেশ পেতেইতো
এমনভাবে মিলনমেলার জোগার
আমি সত্যিই সেই দিনগুলোতে
আজ ফিরে যেতে চাই আবার।