মায়ের সাথে সোহাগ করার
সে কাল হলো শিশুকাল
যখন অজানা পৃথিবীতে কেবল
ঘরের মাঝেই কাটে দিনকাল।
মায়ের কোলটাই থাকে তখন
জগতের সবথেকে সুখের জায়গা
আর মায়ের সঙ্গতেই থাকে
সবথেকে বেশি ভালো লাগা।
এ বয়সটা হলো কেবল
সবার থেকে আদর নেওয়ার
আধো আধো কথা বলার আর
মায়ের হাতে দুতভাত খাওয়ার।
আঁধার রাতে যখন জোনাক জ্বলে
চারপাশে কেবল ঝিঁ ঝিঁ ডাকে,
আকাশে চাঁদ দেখা দেয়
বাঁশগাছের পাতার ফাঁকে,
সেসময়ের জন্য এই বয়সটা হলো
মায়ের মুখে গল্প শোনার
আর সে গল্প শুনতে শুনতে
মায়ের কোলে ঘুমিয়ে পরার।
কিন্তু সমস্যা হলো এ বয়সের কথা
পরে আর কারো মনে থাকে না
তাই সেসময়ের মিষ্টি স্মৃতিগুলো
পরে আর কারো অনুভব হয় না।