খেয়া ঘাটের মাঝি আমি
নৌকা আমার জীবন
জীবন কাটে নদীর বুকে
নদীতেই হবে মরন।
এই জীবনের মাধবী আমার
নদীর বুকের যৌবন
নদীকেই তাই ভালোবেসে
উজার করেছি মন।
জারি, সারি আর ভাটিয়ারী
আমার গানের কথন
আমার লাগে না শহুরে বিলাপ
জুড়াতে আমার মন।
অল্প টাকা রুজি দিয়ে
দরিদ্র আমার জীবন
নদীর বুকের ভরা যৌবনে
তবুওতো খুশি মন।
নদীর দুপারে অপার বাংলা
খুলেছে রুপের বাহার
সে রুপ দেখেই নৌকা চালাই
দুচোখ জুড়াই আমার।
শহুরে লাটেরা কি দেখে তার
ইটে গাঁথা ওই শহরে
তাইতো আমি যাই না কোথাও
নদীর বুকটা ছেড়ে।
নদীর স্রোতে বুক ভরে যায়
কোমল হাওয়ার টানে
অমন যৌবন মরন অবধি
আসুক আমার প্রানে।