এই গাঁয়ের এক চাষা আমি
অতি সাধারন লোক
গাঁয়ের বুকে জন্ম আমার
গাঁয়েই মরন হোক।
পাড়া গাঁয়ের এক কুড়ে ঘরে
গরেছি আমার আবাস
রোদ-বাদলের ধার ধারি না
করতে থাকি চাষ।
মাটির বুকে ফসল ফলাই
শক্ত মাটি চষে
এই জীবনটা কাটিয়ে দিলাম
গ্রামকে ভালোবেসে।
ক্ষেতের মাঝেই দিন কেটে যায়
ফসলের মুখ দেখে
পাকা ফসলের আশা নিয়ে
রঙ্গিন স্বপ্ন এঁকে।
মাটির মতো মানুষ আমি
অতি সাধারন চলন
দরিদ্র এই জীবন নিয়ে
তবুওতো খুশি মন।