ও বাছা মোর মুক্তিসেনা
যুদ্ধ করতে যাচ্ছিস
তুই যে আমার বুকের মানিক
সেই কথাতো জানিস।
জানি না রে বাছা যুদ্ধে গিয়ে
না আসিস যদি ফিরে
স্বামীহারা তোর মা জননী
বাঁচবে কেমন করে?
তুই বলিস আমায় রাখতে খালি
বুকের মাঝে বিশ্বাস
তোর দুচোখে জ্বলছে কেবল
বিজয়ের সেই আশ্বাস।
ভয় যদি পাই দেশের মানটা
কেমন করে রাখবো
মায়ের মতো জননী দেশকে
কেমন করে বাঁচাবো?
তোর বাবা গেলো ভাষা সংগ্রামে
আর এলো নাকো ফিরে
তুই যাচ্ছিস মুক্তিযুদ্ধে
বুকটা খালি করে।
যা বাছাধন মুক্ত কর তুই
মায়ের সমান দেশকে
মন না মানলেও আজকে আমি
আটকাবো না আর তোকে।