সূর্যকে ঘিরে আটটি গ্রহ
আর গ্রহানু নিয়ে যে জগত
সেই জগতটি হচ্ছে
আমাদের আবাসভুমি সৌরজগৎ।
সূর্যের সর্ব নিকটে হলো বুধ
তারপরে হলো শুক্রগ্রহ
সৌরজগতে এরাই একমাত্র
যাদের নেই কোন উপগ্রহ।
আমাদের গ্রহ পৃথিবী হলো
সূর্যের তৃতীয় কাছের গ্রহ
আর রাতের আকাশের চাঁদ
পৃথিবীর একমাত্র উপগ্রহ।
পৃথিবীর পরের যে সৌরগ্রহ
তার নাম হলো মঙ্গল
যাকে কেন্দ্র করে তার
দুটি উপগ্রহ ঘুরছে অবিরল।
সূর্য হতে তারপরের
গ্রহটি হলো বৃহস্পতি
আকারে সবথেকে বড়ো বিধায়
এর ছন্দনাম 'গ্রহের পতি'।
পৃথিবীর মতো তেরশটি
গ্রহের সমান এ গ্রহ
যাকে ঘিরে আছে
এর সাতষট্টিটি উপগ্রহ।
তারপরে রয়েছে শনি
যাকে ঘিরে আছে বলয়
আর শনির আকাশে
এর ষাটটি উপগ্রহ ঘূর্নায়মান রয়।
সূর্য হতে সপ্তম নিকটে
আছে ইউরেনাস গ্রহ
যার আকাশে ঘূর্নায়মান
এর সাতাশটি উপগ্রহ।
আর নেপচুন এ জগতের
সবথেকে দুরের গ্রহ
নেপচুনকে কেন্দ্র করে
ঘুরছে এর তেরটি উপগ্রহ।
২০০৬ সাল হতে প্লুটোকে
বামন গ্রহ ধরা হচ্ছে
তাই গ্রহদের মাঝে নেপচুন
সবথেকে দুরে পরে গিয়েছে।
বিজ্ঞানীদের কাছে সৌরজগত
এখনও অজানা এক কৌতুহল
মানব তৈরি উপগ্রহ দিয়ে
গবেষনা চলছে অবিরল।
প্রতিদিন উদ্ভাবিত হচ্ছে
মহাকাশের নানা তথ্য ও উপাত্ত
যা পরিস্কার করে চলেছে
জগতের সকল কিছুর অস্তিত্ব।