সব বন্ধুরা একসাথে
সবাই সমহারে চাঁদা দিয়ে
বাড়ির উঠানে ছেলেবেলায়
পিকনিকটা যেতো জোগার হয়ে।
আমার চাঁদাটা মায়ের থেকে
বহু কষ্টে আদায় করতাম
ঘরের থেকে কিছু চালও
মাকে না জানিয়ে নিতাম।
চাঁদার টাকা দিয়ে
নিয়ে আসতাম মাংস কিনে
আর সবজি পেতাম
চুপিসারে ক্ষেত থেকে এনে।
আমাদের পিকনিকটা তখন
এভাবেই জোগার করতাম
আর একসাথে সবাই খেয়ে
যেনো সীমাহীন আনন্দ পেতাম।