সূর্য হতে মঙ্গল
চতুর্থ কাছের গ্রহ
ফোবস ও ডিমস নামে
এর রয়েছে দুটি উপগ্রহ।
এর আবহাওয়াতে প্রায় ৯৫ ভাগ
কার্বন ডাই অক্সাইড রয়েছে
এছাড়াও মঙ্গলের পৃষ্ঠে
পানির প্রমান মিলেছে।
যে কারনে ধরা হয়
সেখানে সবুজায়ন সম্ভব হবে
এবং একে বসবাসের
উপযুক্ত করা যাবে।
মঙ্গলের মাটিতে আছে
আয়রন ডাই অক্সাইডের সমন্বয়
তাই এর মাটি দেখতে
লাল রঙ্গের হয়।
মঙ্গলের মধ্যাকর্ষন চাপ প্রায়
পৃথিবীর এক তৃতীয়াংশের মতো
যার মানে উর্ধগতির কিছু উঠে
পৃথিবীর চেয়ে তিনগুন দ্রুত।
১৯৬৫ সালের 'মেরিনার ৪' ছিলো
মঙ্গলে প্রেরিত প্রথম অভিযান
১৯৭৬ সালের 'মার্স:২' হলো
মঙ্গলে প্রথম অবতরনকারী যান।
এরপরে প্রেরিত হলো
আরো অনেক কয়টি অভিযান
যার প্রতিটিতে পৃথিবী পেলো
কেবল সম্ভাবনার প্রমান।
বিজ্ঞানীদের অধৈর্য পরিশ্রম
অবিরাম আজো চলছে
মঙ্গল দখলের সেই দিন যেনো
আজ দরজায় কড়া নাড়ছে।