আকাশে ঘুড়ি উড়াতাম যখন
খুশিতে হারিয়ে যেতো মন।
বিশাল বড়ো কাঠের একটি
লাটাই ছিলো আমার
ভালোমতো মান্জা দিয়ে
সুতা করে নিতাম ধার।
কাঁচ দিয়ে যখন মান্জা দিতাম
হাতটা কখনো কাটতো
কাটা হাত নিয়ে ঘুড়ি উড়াতেও
অনেক মজা লাগতো।
ধারালো সুতায় ঘুড়ি বেঁধে
হাওয়ার তালে ছাড়তাম
আর কোন ঘুড়ি উড়ছে কিনা
তাহাই কেবল খুঁজতাম।
একটা খালি পেলেই নগদে
শুরু হতো কাটাকাটি
যেকোন একটি কাটার মাঝেই
শেষ হতো সেই খেলাটি।
আমি ছিলাম সখের যোদ্ধা
চালিয়ে যেতাম চেষ্টা
অন্যের ঘুড়ি কাটার আগে
মিটতো না আমার তেষ্টা।