সকল বন্ধুদের নিয়ে
আমাদের এই আড্ডাটা
শুরুটা খুশিতেই হয়
দৌড়িয়ে যায় সময়টা।
কত রকম কাজে থাকি
যায় না যেন সময়
প্রিয় মানুষদের এই আসরে
কেন এমনটা হয় ?
গরম গরম চায়ের কাপে
ফু দিয়ে দেই চুমুক
চারপাশ ভরে ফুটে থাকে
প্রিয় মানুষদের মুখ।
মনের মাঝে যাইবা আসুক
বলে যাই কেবল চলে
নেইকো মাসুল এই আসরে
ভুল বলেছি বলে।
কার জীবনে প্রেম এসেছে
কে খেয়েছে ছ্যাকা
সকল কিছুই বলতে যেন
মোদের সবার দেখা।
ইয়ার্কি আর ঠাট্টার মাঝে
বিড়ি সিগারেটের ধোঁয়া
তবুও যেনো স্বর্গসুখে
সবার মনটা ছাওয়া।
কখনও একজন গীটার বাজায়
সবে মিলে গাই গান
কখনও আবার কার্ড খেলাতে
মগ্ন সবার প্রান।
কত ব্যাস্ততার অজুহাতে
কত বাঁধা এসে দাড়ায়
তবুওতো ঠিক যাই মিলিয়ে
প্রিয় মানুষদের আড্ডায়।
ছোট-বড় বলে নেই ভেদাভেদ
সবাই এখানে সমান
নয়কো শুধু বন্ধু মোরা
একে অপরের প্রান।