আমি প্রবাসী বলে কি তুমি
ছলনা করতে পারো ঘরনী
সবার কাছে আজ শুধু
এসব গ্লানির কথা শুনি।
ছেলেবেলা আর কৈশরের প্রেম
তারপর হলে জীবনের চাঁদ
প্রবাসের এই অর্থ দিয়ে
মিটিয়ে যাই তোমার যতো স্বাদ।
যতো দামি দামি শারি
আর চেয়েছো গয়না
তোমার খুশির তরে মিটিয়েছি
একে একে প্রতিটি বায়না।
ভালোবাসার কমতিও রাখি নি
কেবল থেকেছি প্রবাসে
তোমার চাওয়াতো অনেক বেশি
তা মিটালেও যদি সুখ আসে।
আজকে তুমি কতো খুশি
দামি শারি আর গয়না পেয়ে
আমার সাথে তুমি কেবল
যাও সেই আনন্দের গান গেয়ে।
কিন্তু লোকমুখে আজ শুনি
তোমার পাপকর্মের কথা
তাই জনসম্মূখে আর যাই না
লজ্জায় নিচু হয়ে যায় মাথা।