বাবা জানো আমি আজো
তোমার মতো একটি ছায়া খুঁজি
জগতের ঝামেলাগুলোকে রোদ মনে হয়
আজ তাতেই অতৃপ্তিতে চোখ বুজি।
আমি আজো মেঠো পথটি বেয়ে
মন মানে না বলে চেয়ে থাকি
দেখতে তুমি বাতাসা নিয়ে
হাটের হতে ফিরে আসছো নাকি।
জানো বাবা আমিও আজ
তোমার মতো রুজি করি
আমার জন্য কতো কষ্ট করেছো
তা আমি আজ বুঝতে পারি।
তুমি বলেছিলে একদিন নাকি
তুমি আমাকে ছেড়ে মারা যাবে
আর সেদিন তোমার মতো নাকি
আমারও সকল কিছু হবে।
আজ আমার সব আছে বাবা
তোমার কথামতো শুধু তুমি ছাড়া
যেতে যদি হতোই বাবা
তবে এতো কেনো ছিলো তাড়া?