বাল্যকালে ফল চুরি করে
কত আনন্দ লাগতো
গাঁয়ের যতো ফলগাছ আছে
সবই নজরে থাকতো।
বিদ্যালয়ে যাওয়ার পথে
গাছ হতে আম চুরি
সেই স্মৃতিখানি কতোটা মধুর
ভুলতে যে নাহি পারি।
বিদ্যালয়ের বাগান হতে
সাঁঝের বেলায় গিয়ে
কত ফল যে চুরি করেছি
বন্ধু-বান্ধব নিয়ে।
সরকারী সকল জমির মাঝে
যে গাছগুলো ছিলো
প্রতি বছরই সেসবের ফল
দখলে আমাদের ছিলো।
ফল চুরি আজ স্মৃতি কেবল
ব্যস্ত হয়েছে সবাই
সেসব মধুর দিনগুলো যেনো
ফিরে পেতে আজো চাই।