ছেলেবেলার সেই মধুর দিনে
মন ফিরে যেতে চায়
যে জীবনে ভরা ছিলো মন
বাঁধাহীন দুরন্তপনায়।
লেখাপড়া আর কাজ ছিলো
যখন পাহাড় সমান কষ্টের
বন্ধুবান্ধব আর খেলা ছিলো
সবচেয়ে বেশি আনন্দের।
সবেমিলে নদীতে গোসল আর
পাঠশালায় যাওয়া-আসা
প্রতিক্ষনেই যখন ছিলো
কেবল বন্ধুদের ভালোবাসা।
খেলার মাঠের পিকনিক
আর গাছের ফল চুরি করা
সে আনন্দের নেই জুড়ি আর
যায় না ভুলতে পারা।
ক্লাস পালানোর সেই মজাটাও
অনেক মধুর ছিলো
সেদিনগুলো জীবন থেকে
কোথায় ছেড়ে গেলো।
সেদিনগুলোতে ফিরে যেতে আজ
বড্ড ইচ্ছে করে
জানি যদিও সেদিনগুলো
কখনও পাবো না ফিরে।