নারীগর্ভ থেকে জন্মেছিলাম
এই অপরূপ ভূবনে
সেদিন কিছু বোধ হয় নি
কেঁদেছিলাম তাই অকারনে।
ধীরে ধীরে যখন বোধ হয়েছে
হাসতে শিখেছি প্রানেপনে
জন্মদাত্রীর মায়ার সাথে
নতুন পৃথিবীর আমন্ত্রনে।
সেই হাসি পরে মধুরতর হলো
কিশোর বয়সের আগমনে
খেলাধুলা আর ছোটাছুটি করে
আনন্দ আসলো মনেপ্রানে।
যৌবন এলো ভিন্ন রসে
নতুন আনন্দের আহবানে
রমনী এসে প্রেম জুড়ালো
আমার পুরো মনে-প্রানে।
এরপরে আমার ভরলো জীবন
সাংসারিক এক বন্ধনে
নতুন কিছু জীবন এলো
একই সুরের ক্রন্দনে।
তারপর আবার কাঁদতে হলো
জন্মদাত্রীর প্রয়ানে
সে সাঁঝ যেনো আমার পথেও
অপেক্ষা নিয়ে প্রহর গুনে।