মুক্তিসেনা! মুক্তিসেনা!
কোথায় তুমি যাচ্ছো
বিপদ জেনেও অস্ত্র হাতে
কেনো এভাবে চলছো?


ও ভাই আমার ভয় নেইকো
দেশের জন্য লড়ছি
দেশতো আমার প্রানের প্রিয়
এগিয়েই তাই চলছি।
প্রানের সমান আমার দেশে
শত্রু বেঁধেছে বাসা
দেশমাতাকে মুক্ত করাই
এখন আমার আশা।


মুক্তিসেনা! মুক্তিসেনা!
যে পথে তুমি চলছো
মরন সেথায় ফাঁদ পেতেছে
তাহা কি তুমি ভেবেছো?


মরন ও ভাই তুচ্ছ জিনিস
দেশের সম্মান রাখতে
তাইতো আমার ভয় নেইকো
জীবন বিলিয়ে দিতে।
আমি না হয় নাই বাঁচলাম
দেশতো মুক্ত হবে
শহীদ হিসেবে আমার নামটা
চিরকাল বেঁচে রবে।


মুক্তিসেনা! মুক্তিসেনা!
তুমি যদি যাও মরে
তোমার আদুরে মা জননী
বাঁচবে কেমন করে?


দেশ যে আমার মায়ের সমান
ও ভাই কি যে বলছো
দেশের সম্মান না এনে ফেরত
কিভাবে বাঁচতে বলছো?
জননী যেভাবে জন্ম দিয়েছে
দেশওতো করেছে তাই
দেশের জন্য জীবন দিলে
হারাবার কিছু নাই।


দেশদরদী মুক্তিসেনা
এগিয়ে তুমি চলো
তোমার প্রতি শুভ কামনা
মরন অবধি রইলো।
তোমার মতো এমন সন্তান
চিরকাল যেনো আসে
জীবন দিতেও যে থামে না
দেশকে ভালোবেসে।