মেয়ে তোমায় বলছি হাতজোড় করে
এতো প্রেম তুমি কুড়িও না অন্তরে
ডুবে যেও না এতোটা সুখের ভিতরে
শেষকালে যদি জোটো ভিন্ন প্রহরে
হয়তো কষ্ট পাবে তার অনাদরে
যতোটা রয়েছো তুমি আমার আদরে
অন্য কেউতো তা নাও দিতে পারে
আমিও প্রেম কুড়িয়েছি অনেক অষ্টপ্রহরে
দিন শেষে তা চলে গেছে ছেড়ে
এখন আমি থাকি শুন্যতার তেপান্তরে
হয়তো সুখ দেই তোমার অন্তরে
তবুও বলছি কষ্ট কুড়াও পিন্জরে
যতোটাই কষ্ট থাক ভিতরে
ঠিক দেখবে সাঁঝের বেলার আদরে
সবকিছু মুছে যাবে অগোচরে
তাই আমি কষ্ট কুড়াই অন্তরে
জমাট বেঁধে তা রূপ নেয় পাথরে
কিংবা ডুব দেই দু:খের সাগরে
যদি শেষকালে ফিরি সুখের বন্দরে
দু:খগুলো তখন অঝোরে পরবে ঝরে।