বাল্যকালের সেই সাথীদের
আজো মনে পরে
রইবে তাহারা চিরটি জীবন
আমার মনের ঘরে ।
আজ তাহারা চলছে কেবল
যে যার আপন পথে
আমিও হয়েছি ব্যস্ত অনেক
নেইকো তাদের সাথে ।
আপন মনেই ভাবতে থাকি
একটু সময় পেলে
সেই মায়াবী দিনগুলো আজ
কেন গেলো ছেরে চলে ?


কৈশরেতে কলেজে গিয়েছি
ব্যস্ত হয়েছে জীবন
তবুওতো ছিলো আড্ডার আসর
মায়াবী কিছুটা ক্ষন ।
জীবনে আসলো নতুন সাথিরা
রাঙ্গাতে কিছুটা সময়
চায়ের দোকানের সেই আড্ডাটা
ভুলবার মতো নয় ।
সবাই সেথায় ছিলো আপন
মায়াভরা ছিলো আসর
ঘন্টার পর ঘন্টা যেত
কাটতো না তবু ঘোর ।


সে আড্ডাটাও নেই আজকে
এগিয়ে চলছে জীবন
হয়তো তাদের শুন্যতাটা
মানতে চায় না মন ।
বন্ধু তোরা হয়তো আছিস
আজকে অনেক দুরে
মনের ঘরে তবুও তোদের
রেখেছি আপন করে ।