জীবনের এই মায়াবি বটতলায়
রচিয়াছি এক রঙিন অধ্যায়
চাহিয়া গিয়াছি পাতায় পাতায়
এ গল্প শুধু ভরা লালসায়
দোয়া ধরে আর ধ্যান ধারনায়
কেবলই আমি চেয়ে গেছি হায়
সুখ চেয়েছি প্রিয়জনের ছায়ায়
বন্ধু চেয়েছি বুকভরা মায়ায়
অর্থ চেয়েছি প্রতিটি পাতায়
অন্ধের মতো সব ভুলে হায়
স্বহস্তে লেখা এই পুরো অধ্যায়
তবুওতো মন চাহিয়াই যায়
কখনোবা সে সফলতা পায়
খুশির ঠেলায় সব ভুলে যায়
আবার কখনো সবকুল হারায়
বেকুফের মতো মাঝ দরিয়ায়
এমনিভাবে গরিয়াছি হায়
জীবনের এক রঙিন অধ্যায় ।