ছেলেবেলার সেই দিনে
পুকুরের পানি সেচার পর
হাটু সমান কাঁদায় ছিলো যেদিন
বন্ধুদের সাথে মাছ ধরার আসর ।
টাকি, পুটি, কই, পোনায়
পুকুরের কাঁদা ছিলো ভরা
সেদিনটি ছিলো যদিও রৌদ্রদগ্ধ
বিন্দুমাত্র অনুভূত হই নি আমরা ।
সূর্যের আলোয় কাঁদামাখা পানি
করছিলো কেবল ঝিলমিল
দখিনা হাওয়ার তালের সাথে
সুর করে ডাকছিলো কোকিল ।
বন্ধুদের সাথে মাছ মারায়
কেবল ছিলো হারাহারি
আর খানিক পর পর করেছি
তামাসা আর কাঁদার ছড়াছড়ি ।
সে সব কিছুই ছিলো মায়া
আমার বন্ধুদের দেওয়া
আর আমার জীবনে সেগুলো
সত্যিই অনেক বড় পাওয়া ।
যদিও সেবার কাঁদার মাঝে
খেয়েছিলাম সিং মাছের ঘাই
তবুও দিনটি ছিলো অনেক মধুর
আমি আজও স্মরণ করে যাই ।