জীবন কেবল চলতে বলে
তাহার আপন পথে
প্রতিটি পদেই ব্যাস্ত সবাই
বেঁচে থাকার অজুহাতে ।
তবুও আবেগে বাঁধা রয়েছে
জীবনের সব বন্ধন
বন্ধনের এই মালায় গেথেছি
স্মৃতির পাতার অঙ্গন ।
সেথায় রয়েছে ছেলেবেলা আর
কৈশরের সব সাথী
যাদের পেলে আজও আমি
একই আনন্দে মাতি ।
আমায় দেখলে খুশি হয়ে যায়
তাদের মিষ্টি মুখ
আমিও যেনো দেখলে তাদের
পেয়ে যাই স্বর্গসুখ ।
অন্য সাথিরা দেখলে আমায়
হয় না অতটা খুশি
সেই সাথিদের আমিও যেনো
অনেক ভালোবাসি ।
তাদের সঙ্গে নেই ক্যারিয়ার
নেই জীবনের হিসাব
মনের আবেগে করেছি আপন
চাই নি যে কোন লাভ ।
মনের খুশিতে সবই বলি
তাদের যদি পাই
তাদের সামনে খুশি মনটাতে
কোন বাঁধা যেনো নাই ।
সেদিনগুলো ফিরে পাই যেনো
তাদের সঙ্গ পেলে
কিছুটা সময় কেটে যায় তখন
সে সময়ের মতো চলে ।
তাদের নিয়েই বেঁচে আছে মনে
সে সব মিষ্টি স্মৃতি
জীবনের মাঝে তারাই হয়তো
সবচেয়ে কাছের সাথি ।
আজকে আমরা ব্যাস্ত সবাই
জীবন করেছে তারা
একে অপরের কাছে তবুও
রয়েছি আপন আমরা ।