মনে পরে সেই ছেলেবেলার
স্কুল পলায়ন
বন্ধুদের পেলে যখন করতো
উরু উরু এই মন।
আমার সাথে ক্লাস পালাতো
আমার আরও কিছু সাথী
সবার ভীতর মায়া ছিলো অনেক
একে অপরের প্রতি।
রোদ-বৃষ্টির ছিলো না খবর
কেবল ছুটে চলতাম
নতুন কি আর করার আছে
তাই নিয়ে কেবল ভাবতাম।
কখনও কেবল তাদের সাথে
এদিক ওদিক ঘুরতাম
চেনা এলাকায় ঘুরার পরেও
ভীষন আনন্দ পেতাম।
কখনও কখনও পারি জমাতাম
কোথাও কিছুটা দুরে
একসাথে আবার ফিরে আসতাম
ঘোরাঘুরি শেষ করে।
আবার কখনো একসাথে সবে
সিনেমা হলে যেতাম
টিফিনের টাকা কষ্টে জমিয়ে
তখন সিনেমা দেখতাম।
আজকে আমার টাকা থাকলেও
সিনেমা দেখা হয় না
চেনা এলাকায় আজ আমার আর
ঘুরতেও মন চায় না।
তখনের সেই স্মৃতিগুলো আজ
বার বার পরে মনে
মন শুধু চায় ফিরে যেতে আজ
সেদিনের সেই ক্ষনে।