ছেলেবেলার বন্ধু মানেই
একসাথে খেলাধুলা করা
দলবেধে ছোটাছুটি আর
নানাভাবে আনন্দ করা।
তাদের সাথে পায়ে হেটে
বিদ্যালয়ে যাওয়া
শ্রেনীকক্ষে পাশাপাশি সিটে
বসতে চাওয়া।
টিফিনের সময় একে অপরের
খাওয়া ভাগাভাগি করা
আর ছুটির পরে একসাথে
বাসায় ফেরা।
কেবল তাদের সাথেই হয়েছে
গাছের ফল চুরি করা
অল্প কিছু টাকা জমিয়ে
খেলার মাঠে পিকনিক করা।
ছেলেবেলার বন্ধু মানেই
খোলা মনে মেশা
আর একে অপরকে
অন্তর দিয়ে ভালোবাসা।
এরাই ভবিষ্যতে বন্ধুকে পেলে
সবচেয়ে বেশি খুশি হয়
তাই বাকী জীবনেও তারাই
জীবনের শ্রেষ্ঠ বন্ধু হয়ে রয়।